সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের চাপায় নুর ইসলাম শিকদার (৫০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী বাবু মণ্ডল (৫৫) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম শিকদার উপজেলার সোনাকইড় গ্রামের বাসিন্দা রাজু শিকদারের ছেলে এবং আহত বাবু মণ্ডল রাজবাড়ী জেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পেঁয়াজবোঝাই ১০ চাকার ট্রাক ও বিপরীত পাশ দিয়ে আসা মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর আরোহী গুরুতর আহত হন। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মর্গে ও আহতকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।