আজ সকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের পাছড়া পূর্ব পাড়া গ্রামে বাড়ির গোয়ালঘর পরিষ্কার করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত রাব্বানী শেখ পাছড়া গ্রামের মোশারফ শেখের ছেলে।
গোপালগঞ্জ পল্লী বিদ্যুতের মুকসুদপুর জোনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার সোহাগ হোসেন জানান- তাদের গোয়ালঘরের পাশে পানির পাম্প এবং পুরোনো তার ( কেবল) লিকেজ বা ছিদ্র হওয়াতে বৃষ্টিতে ভিজে পুরোঘর বিদ্যুায়িত হওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মাদ আশরাফুল আলম জানান, বিদ্যুৎস্পৃষ্ট পাছড়া গ্রামের রাব্বানী শেখ নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট নিহত ১
প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জুন, ২০২৪