সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দিইনি : সাদিক কায়েম

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দিইনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

বুধবার (১৬ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম লেখেন, গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দিইনি। আমার সহযোদ্ধাদের ওপর ন্যূনতম আঘাত আসলে পুরো বাংলাদেশের জনগণ গোপালগঞ্জকে পতিত ফ্যাসিস্টের কব্জা থেকে স্বাধীন করবে ইনশাআল্লাহ।

উদ্বেগ জানিয়ে তিনি আরও লেখেন, এ ঘটনায় পুলিশ প্রশাসন ও যৌথবাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়।

তিনি তার পোস্টে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।