বৃহস্পতিবার , ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

খেলতেই হবে ডে-নাইট টেস্ট

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ জুলাই, ২০১৮

প্রস্তুতিহীনতার কথা বলে অস্ট্রেলিয়ার সাথে গোলাপি বলে টেস্ট খেলতে রাজি হয়নি ভারত। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে হয়তো সেই সুযোগ থাকবে না। স্বাগতিক দল যদি ডে-নাইট টেস্ট আয়োজন করে তবে সফরকারীদের অবশ্যই সেই টেস্ট খেলতে হবে। তবে একাধিক ডে-নাইট টেস্ট ম্যাচ আয়োজন করতে হলে সফরকারীদের সম্মতি লাগবে। এছাড়া সিরিজে ডে-নাইট টেস্ট থাকলে সফরকারীদের অবশ্যই কমপক্ষে দুই দিনের একটি ডে-নাইট প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে।

মিটিংয়ে টস নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। আইসিসি ক্রিকেট কমিটির কমিটির ব্রিফিং নোটে দেখা যাচ্ছে, ‘টেস্ট ম্যাচের পিচ তৈরিতে স্বাগতিক দলের নাক গলানো এখন একটি মারাত্মক সমস্যা। কমিটির একাধিক সদস্য বিশ্বাস করেন সফরকারী দলকে স্বয়ংক্রিয়ভাবেই টস দেয়া উচিত। যদিও কমিটিতে আরো কিছু সদস্য আছেন যাদের দর্শন এটা নয়।’ এই সভার পরই বোঝা যাবে এবার টসের ভাগ্যে কি আছে!

বর্তমানে স্বাগতিক দল নিজেদের সুবিধা মতো উইকেট তৈরি করে। এর ফলে উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডসহ বেশ কিছু উইকেট ‘বাজে’ রেটিং পেয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য উইকেট নিয়ে নতুন করে ভাবছে আইসিসি। এক্ষেত্রে আইসিসি এমন একটা নিয়ম করতে চাচ্ছে, যেখানে বাজে উইকেট বা আউট ফিল্ডের কারণে যদি কোনো ম্যাচ পরিত্যক্ত হয়, কিংবা উইকেটকে যদি ম্যাচ রেফারি ‘বাজে’ রেটিং দেন, তাহলে সে ম্যাচে সফরকারী দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতিসহ আরো কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত আসতে পারে মুম্বাইয়ের বৈঠক থেকে। আইসিসির ক্রিকেট কমিটির ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাহুল দ্রাবিড়, অ্যান্ড্রু স্ট্রাউস, টিম মে, মাহেলা জয়াবর্ধনে, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো, আইসিসি ম্যাচ রেফারিদের প্রধান রঞ্জন মাদুগালে, শন পোলক এবং ক্লার কনর।

সূত্র : ক্রিকইনফো।