আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনী আচরণবিধি যাতে কোনভাবেই লঙ্ঘিত না হয় এ জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খুলনা জেলা সফর স্থগিত করেছেন।
আগামী ১৩ মে তার খুলনা জেলা সফরে যাওয়ার কথা ছিল।
আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী বিধিমালা যথাযথ প্রতিপালনের লক্ষ্যে তিনি সফর স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী শুধুমাত্র বাগেরহাট এবং পিরোজপুর জেলা সফর করবেন।

শুক্রবার , ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি