বুধবার , ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি

খুলনা প্রেসক্লাবের ১১ জনের সদস্য পদ বাতিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের ১১ জনের স্থায়ী সদস্য পদ বাতিল করা হয়েছে। একইসঙ্গে তিনজন স্থায়ী সদস্যকে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছে। এছাড়াও সভায় ক্লাবের উন্নয়ন, সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। সভায় আজীবন সদস্য হয়েছেন অমল সাহা, মকবুল হোসেন মিন্টু ও আব্দুল মালেক।

যাদের সদস্য পদ বাতিল করা হয়েছে তারা হলেন- শেখ তৌহিদুল ইসলাম তুহিন, শেখ মো. সেলিম, মল্লিক সুধাংশু, মো. আব্দুল হালিম, ফ ম  সালাম, রাহুল রাহা, দীপ আজাদ, দেবাশীষ জোদ্দার, এস এম ফরিদ রানা, মো. আতিয়ার রহমান তরফদার ও  মিনা অছিকুর রহমান দোলন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহম্মদ মুসা রঞ্জু প্রমুখ।