মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খুলনায় স্বামীর দায়ের কোপে মৃত্যু স্ত্রীর

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

খুলনার রূপসায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী পারভীন বেগমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পারভীন বেগম রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের যুগীহাটি গ্রামের পলাশ শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জেরে পলাশ শেখের সঙ্গে তার স্ত্রী পারভীন বেগমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পলাশ শেখ হাতে থাকা দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে পারভীন বেগমকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাশ শেখ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।