‘বাংলাদেশে আইন চাই, ধর্ষকদের ফাঁসি চাই’—স্লোগানে খাগড়াছড়িতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এবং সর্বস্তরের ছাত্র-জনতা।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার থেকে মিছিলটি বের করা হয়। শহরের প্রধান সড়ক হয়ে শাপলাচত্বর মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন মিছিলকারীরা।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমা, জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম, ছাত্র প্রতিনিধি মো. সায়েম বিন জসিম চৌধুরী, উজ্জ্বল মারমা, অপুর্ব ফারাইং ত্রিপুরা প্রমুখ।
বক্তব্যে মনজিলা ঝুমা বলেন, নারী সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এই মশালের আগুন। দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনের ক্ষেত্রে মেয়েরা রাস্তায় নেমেছিলো, আজ ধর্ষকদের বিচারের দাবিতে আবারও রাস্তায় নেমেছি। হাতে আগুন নিয়ে নামতে বাধ্য হয়েছি। আমাদের সঙ্গে আমাদের বিপ্লবী ভাইয়েরা রয়েছে। খাগড়াছড়িতে যদি এমন কোনো ঘটনা ঘটে তবে কাউকে ছাড় দেওয়া হবে না।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানান দিতে চাই, পাহাড়ের কোনায় কোনায় যত ধরনের অপরাধ, নিপীড়ন, নির্যাতন এবং নারীর প্রতি সহিংসতা—সব কিছুর জবাব দেওয়া হবে। আজকে এটি আমাদের প্রথম পদক্ষেপ। খাগড়াছড়ির মানুষ জানবে জাতীয় নাগরিক পার্টি আজ অভিষেক ঘটেছে। যে কোনো ধরনের অপরাধ, নিপীড়ন, নারীর প্রতি অবমাননা প্রত্যেকটি অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে নাগরিকদের আহ্বান জানান মনজিলা সুলতানা।