সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ক্লাব ৯৪ বিডি এর ৬ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ ফ্যাশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ক্লাব ৯৪ বিডি এর প্রতিষ্ঠা বার্ষিকী এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ ফ্যাশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্লাবের প্রতিষ্ঠাতা তসলিম উদ্দীন রানার সভাপতিত্বে এডমিন আমির হোসেন আমু ও মো: লোহানীর পরিচালনায় ঢাকা ধানমন্ডি পানশী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত লেখক,গবেষক ও প্রতিবুদ্ধীজীবির সম্পাদক সাদাত উল্লাহ খান স্যার।

এতে আরো বক্তব্য রাখেন জেনারেশন ৯৪ এর সভাপতি মাহমুদ বিন সামাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হেদায়েত উল্লাহ তুর্কী,ব্যবসায়ী লায়ন বেলাল সরকার,এস এস সি ৯৪ ফাউন্ডেশন সভাপতি আলমগীর কবির সুইডেন,স্বদেশ প্রবাস ৯৪ এডমিন শাকিল আহমেদ ভুঁইয়া,মাস্তুল ৯৪ এর হোটেল লিটন,রিপন,সমমনা ৯৪ মোস্তাফিজুর রহমান রবিন,পদ্মা ৯৪ নিলা ইয়াসমিন,এস এস সি পদ্মা ৯৪ লুৎফর রহমান,ব্যাচম্যাট -৯৪ অফ বাংলাদেসগের নাজমা পারভীন, জাহাঙ্গীর, একই বৃত্তের ৯৪ এর নীলিমা সিকদার,শিখা, হৈই চৈই ৯৪ , সাইফুল ইসলাম,ধানমন্ডি ক্লাব ৯৪ এর মুঈন মোর্শেদ প্রমুখ।

বাংলাদেশের ৯৪ বন্ধুদের ও মাইলষ্টোন নিহতের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ৬ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় ১ম প্রতিযোগী নীলিমা নীলু, ২য় প্রতিযোগী মাসুদ রানা, ৩য় প্রতিযোগী সৈয়দা সাহেলা হোসেন মুন্নী এর নিকট পুরুষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি লেখক ও গবেষক জনাব সাদাত উল্লাহ খান স্যার বলেন মানুষের কল্যাণে কাজ করতে হলে সবাইকে বই পড়ার প্রতি মনোযোগী হয়ে হবে।বই হল প্রকৃত বন্ধু। বই বিপদের সময় আপনাদের পাশে থাকল।প্রতিটি ঘরে ঘরে বইয়ের আলো প্রজ্বলনের মাধ্যমে আমরা একটা সুন্দর জাতি উপহার দিতে পারব। এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য ক্লাব ৯৪ বিডিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।