সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোহলির অবসর মানতে পারছেন না শাস্ত্রী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

কোহলির অবসর মানতে পারছেন না শাস্ত্রী
গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ভারতের হয়ে এখন শুধু একদিনের ক্রিকেট খেলবেন। তার অবসর নেওয়ার ধরন মানতে পারছেন না রবি শাস্ত্রী। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ জানিয়েছেন, তার হাতে ক্ষমতা থাকলে কোহলিকে আবার টেস্ট অধিনায়ক করতেন তিনি।

সামনেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন শাস্ত্রী। সম্প্রচারকারী চ্যানেলে একটা সাক্ষাৎকারে কোহলির অবসর নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক কোচ। তিনি বলেন, “কেউ যখন চলে যায় তখন সবাই তার গুরুত্ব বুঝতে পারে। সে কত বড় ক্রিকেটার ছিল তা বুঝতে পারে। কোহলির অবসর আমি মানতে পারছি না। এখনও আমার মন খারাপ করে।”

শাস্ত্রী জানিয়েছেন, ভারতীয় বোর্ড চাইলে কোহলির অবসর আটকানো যেত। তিনি বলেন, “আমার মনে হয়, বিষয়টা অন্যভাবে সামলানো যেত। ওর সঙ্গে বোর্ড আরও কথা বলতে পারত। যদি আমার হাতে যদি ক্ষমতা থাকত তাহলে অস্ট্রেলিয়া সফরের পরেই কোহলিকে ভারতের টেস্ট অধিনায়ক করে দিতাম। তাহলে ও আরও কয়েক বছর খেলত।”

রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার কয়েক দিন পরেই কোহলিও নিজের অবসর ঘোষণা করে দেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অবসরের কথা জানান তিনি। পরে ভারতের নির্বাচক প্রধান অজিত আগারকার জানান, অবসরের সিদ্ধান্ত বোর্ডকে এপ্রিল মাসেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। তখন বোর্ড তাকে সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ করেছিল। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন কোহলি।

২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের অধিনায়ক থাকার সময় কোচ হিসাবে শাস্ত্রীকে পেয়েছিলেন কোহলি। দু’জনের জুটি বেশ সফল ছিল। শাস্ত্রী আগে জানিয়েছিলেন, অবসর ঘোষণার আগে তাকে সে কথা জানিয়েছিলেন কোহলি। কয়েক দিন আগে আইপিএল জেতার পরেও শাস্ত্রীর সঙ্গে উদযাপন করেছেন কোহলি।