সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কেরানীগঞ্জে মলম পার্টি ও চোরাই অটোরিকশা চক্রের ১৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে জেলা ডিবি (দক্ষিণ) পুলিশ নারীসহ অটোরিকশা চোর চক্রের ১২ সদস্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মলম পার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই ১১টি ব্যাটারি চালিত অটোরিকশা ও দুটি সিএনজি অটোরিকশা এবং নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

অটোরিকশা চোর চক্রের গ্রেফতারকৃতরা হলেন- শানু খাঁ (৪১), মোঃ মোজাফ্ফর আকন্দ ওরফে স্বপন (৩৫), মোঃ আবু তাহের (৪৫), মোঃ সুজন হাওলাদার (২৭), আখি আক্তার (২৩), মোঃ রাশেদ (৪০), মাসুদ হাওলাদার (৪৮), মোঃ সাইফুল ইসলাম ওরফে জয় রাজবংশী (২৭), মোঃ আকাশ মৃধা (২৫), মোঃ কাদির মৃধা (৪৫), মোঃ তপন (২৭), মোঃ আসলাম হোসেন (৪৮), এবং মলম পার্টির সদস্যরা হলেন জুয়েল গাজী (৩৬), কামাল উদ্দিন ওরফে মুন্না (৪৫), পারভেজ (৩২)।

পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরে কেরাণীগঞ্জের বাবু বাজার ও পোস্তগোলা ব্রিজ হতে সংঘবদ্ধ মলমপার্টির সদস্যরা সিএনজিতে যাত্রীবেশে বসে থেকে নিরিহ যাত্রীদের সিএনজিতে তুলে কিছুদূর যাওয়ার পর যাত্রীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র লুটে নিয়ে ভুক্তভোগীর চোখে শুকনো মরিচের গুড়া মিশ্রিত মলম লাগিয়ে নির্জন জায়গায় ফেলে দিত। সম্প্রতি ঘটা এমন কয়েকটি অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির সক্রিয় ওই তিন সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্প্রতি ঘটে যাওয়া পাঁচটি ছিনতাই ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এছাড়াও গভীর রাত বা ভোরবেলায় কখনো কখনো দুপুর বেলাতেও সহজ সরল দরিদ্র অটোরিক্সা চালকদের টার্গেট করে যাত্রী বেশে চালকের আস্থা অর্জন করে কৌশলে চা জুস বা ক্রীম বিস্কুটের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে চালককে অজ্ঞান করে নির্জন স্থানে ফেলে অটো চুরি করে নিচ্ছে। অনেক সময় চালককে ভারী কোন বস্তু দিয়ে মাথার পেছনে আঘাতের মাধ্যমে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়া হতো, এমন বেশ কয়েকটি মামলার তদন্তে ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অটোরিকশা চোর চক্রের সর্দার শানুকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী চোর চক্রের সদস্য, চোরাই গাড়ির ক্রেতা ও তাদের সাথে সম্পৃক্ত নারীসহ মোট ১২ জনকে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রায় সাত আট বছর ধরে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি করে ৪০/৫০ হাজার টাকার বিনিময়ে চোরাই অটোরিকশা বিভিন্ন গ্যারেজ মালিকের কাছে বিক্রয় করতো বলে স্বীকার করেছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ ও দেশের বিভিন্ন থানায় হত্যা চুরি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশীরা হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান, ঢাকা জেলা (দক্ষিণ) ডিবির ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।