খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর (খানজাহান আলী সেতু) টোল প্লাজা অবরোধ করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সেতুর টোল প্লাজা আটকে রাখেন তারা।
রূপসা সেতুর টোল প্লাজা অবরোধের ফলে প্রায় দেড়ঘণ্টা দুই পাশে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। বৃষ্টির মধ্যে আটকে থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে গত বুধবার থেকে খানজাহান আলী সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা। সোমবার দিবাগত রাতে তারা রূপসা সেতু ব্লকেডের ঘোষণা দেয়।
আন্দোলনকারী সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, আমাদের দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজি কোনো পদক্ষেপ না নেওয়ায় অবরোধ করতে বাধ্য হয়েছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, কেএমপি কমিশনারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার বিকেলে রূপসা সেতু ব্লকেড কর্মসূচি পালন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবির বিষয়ে কোনো সমাধান না হলে বৃহস্পতিবার খুলনার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন করবে।