সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কৃষকের পণ্যে ভোক্তার বাজার,চালু হলো রাজাপুরে

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ঝালকাঠি জেলার রাজাপুরে চালু হয়েছে ‘কৃষকের পণ্যে ভোক্তার বাজার’। বাজারটির নামকরণ করা হয়েছে ‘স্বস্তি’ নামে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ।লাগামহীন দ্রব্যমূল্যের হাত থেকে জনসাধারণকে স্বস্তি দিতে এই বাজার কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, সিন্ডিকেট ও জনভোগান্তি দূর করার জন্য কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দিতে এই বাজার চালু করা হয়েছে।

এখানে সবজি, ডিম, মাছসহ বিভিন্ন নিত্যপণ্য সুলভ মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সরাসরি কৃষক তার পণ্য ভোক্তাদের কাছে বিক্রি করবেন। তাই পণ্যের দাম বাজারের থেকে তুলনামূলক কম হবে এবং বাজার সিন্ডিকেট ভেঙে পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন তালুকদার।