শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা সীমান্তে ১৩ জনকে পুশ ইন করল বিএসএফ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

কুমিল্লা সীমান্তে নারী-পুরুষ, শিশুসহ ১৩ বাংলাদেশিকে অবৈধভাবে ভারত থেকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি।

বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টায় সীমান্তের কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় বিএসএফ নারী-শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ ইন করে। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে। তাদের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন এবং সাতজন শিশু রয়েছে। অধিকাংশের বাড়ি ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। আটককৃতদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

একই দিন ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ৩৯ জনকে আটক করেছে বিজিবি। বিএসএফ রাতের আঁধারে তাদেরও পুশ ইন করেছিল বলে জানিয়েছেন এই কর্মকর্তা।