রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখা।
সোমবার সকালে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ জহিরুল আলম,সহ-সভাপতি মোঃ মোস্তফা ছারোয়ার, সাধারণ সম্পাদক হানিফ মজুমদার, অধ্যক্ষ তপন চন্দ্র সাহা, মোঃ হাফেজ আহমেদ, মোঃ আব্দুল মোমেন, মোঃ আইয়ূব আলী, এস এম শেখ কামাল, ওয়ালীউল্লাহসহ অন্যরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে জেলার ১৭ উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, সরকারি-বেসরকারি বেতন বৈষম্য দূরীকরণ, প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকদের ৬ষ্ঠ ও ৭ম গ্রেড প্রদান, সরকারি শিক্ষদের ন্যায় বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদানসহ ১১ দফা দাবী পূরনের জন্য সরকারের প্রতি আহব্বান জানান।