শনিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় কার্টনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

বুধবার (১ ডিসেম্বর) দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস  বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সড়কের পাশে একটি কার্টনের ভেতর নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, নবজাতকের পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি চলছে।