সোমবার , ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে বিদ্যালয়ে ঢুকে শিক্ষকে মারধর আটক ১

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার চরশৌলমারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকতা ও রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন।

গ্রেপ্তার বজলুর রশিদ মঞ্জু উপজেলার চরশৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বজলুর রশিদ মঞ্জুর স্ত্রী ফেরদৌসি আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। তিনি আওয়ামী লীগ রাজনীতি করলেও কোনো প্রকার দুর্নীতি, চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

এ বিষয়ে এসআই শাহাদত বলেন, মঞ্জুর বিরুদ্ধে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর প্রধান শিক্ষক আব্দুল ওহাব রৌমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।