সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কী শিখেছ? জবাবে বাবাকে গালিগালাজ শুনিয়েছিলেন দিব্যা দত্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ মে, ২০২৪

অভিনেত্রী দিব্যা দত্তের ছেলেবেলা কেটেছে পাঞ্জাবের একটি শহরে। একদিন তার বাবা জিজ্ঞাসা করেন, আমার বাচ্চা আজ কী শিখেছে? উত্তরে দিব্যা কয়েকটি গালিগালাজ করেন বাবার সামনে।

সেই ঘটনা স্মরণ করে অভিনেত্রী বললেন, সেই ঘটনার পরে বাবা আমার ব্যাগ গোছাতে শুরু করেন। তার পরে দিল্লিতে পিসির বাড়িতে পাঠিয়ে দেন আমাকে।

বাবার মৃত্যু পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। বাবা চলে যাওয়ার পরে পাঞ্জাবে মায়ের কাছে ফিরে আসেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ঘটনার কথা জানিয়েছেন দিব্যা।

মজার পরিবেশ ছিল বাড়িতে। নিজেদের মতো করে জীবনযাপন করতেন দিব্যা ও তার পরিবার। অভিনেত্রীর কথায়, আমি নিজের মতো করে নাচ করতাম। মা পুরনো দিনের অভিনেত্রীদের মতো সাজগোজ করে দেখাতেন।

তিনি আরও বললেন, “আমরা পচা টোম্যাটো নিয়ে বসতাম। যদি ঠিকঠাক না হতো, তা হলে একে অন্যকে টোম্যাটো ছুঁড়ে মারতাম। আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক।