বৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

কি কারণে দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছিলেন রাফিনিয়া

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ মার্চ, ২০২৫

চলতি মৌসুমে রীতিমতো উড়ছেন রাফিনিয়া। গত রাতেও জ্বলে উঠলেন তিনি। বেনফিকার বিপক্ষে একাই করলেন দুই গোল। তবে এমন আলো ছড়ানো রাতের আগে দিনের শুরুটা তার জন্য ছিল শঙ্কার মেঘে ঢাকা। সকালে তার সন্তানকে নিয়ে ছিলেন হাসপাতালে।

গতকাল দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছিলেন রাফিনিয়া। এর কারণ তখন জানা যায়নি। তবে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী নাতালিয়া রদ্রিগেসন বিস্তারিত জানিয়েছেন। সকালে তার সন্তানের সঙ্গে হাসপাতালে ছিলেন রাফিনিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাফিনিয়ার স্ত্রী লিখেছেন, ‘তোমার জন্য আমি খুবই গর্বিত, আমার ভালোবাসা। তুমি খুব সকাল থেকে আমাদের সন্তানের সঙ্গে হাসপাতালে ছিলে, তবু তুমি আবারও তোমার কাজ দুর্দান্তভাবে করতে পেরেছো।’

রাফিনিয়াকে নিয়ে গর্বিত তার স্ত্রী। শুধু একজন পেশাদার ফুটবলার হিসেবে নয়, একজন বাবা হিসেবে রাফিনিয়াকে সেরা বললেন তার স্ত্রী। তিনি বলেন, ‘তুমি একজন অসাধারণ বাবা ও একজন সত্যিকারের পেশাদার! আমরা তোমাকে ভালোবাসি।’
চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এখন রাফিনিয়া। ১০ ম্যাচে ১১ গোল করেন তিনি। বেনফিকার বিপক্ষে তিন ম্যাচে তার গোল ৫টি। ১১ গোলের সঙ্গে ৫টি অ্যাসিস্টও আছে রাফিনিয়ার।