রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাতারের প্রতিমন্ত্রীর কাছে বাংলাদে‌শি দূতের প‌রিচয়পত্রের অনু‌লি‌পি পেশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ আগস্ট, ২০২৫

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির কা‌ছে প‌রিচয়পত্রের অনু‌লি‌পি পেশ করেছেন দেশ‌টিতে নিযুক্ত নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।

সোমবার (১১ আগস্ট) দোহার বাংলা‌দেশ দূতাবাস এ তথ‌্য জা‌নিয়েছে।

দূতাবাস জানায়, গত ২৯ জুলাই কাতা‌রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির কা‌ছে প‌রিচয়প‌ত্রের অনু‌লি‌পি পেশ করেন দেশ‌টি‌তে নিযুক্ত নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। প্রতিমন্ত্রী নতুন দূত‌কে শু‌ভেচ্ছা জানান।

উভয়পক্ষ দুই দে‌শের পারস্পরিক স্বার্থসং‌শ্লিষ্ট বিষয়গু‌লো তুলে ধরেন। তারা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে স‌ন্তোষ প্রকাশ করেন।

প্রসঙ্গত, কাতারে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান সাবেক রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের স্থলা‌ভি‌ষিক্ত হলেন। অন‌্যদি‌কে, পেশাদার কূটনী‌তিক নজরুল ইসলামকে সরকার ম‌স্কো‌র বাংলা‌দে‌শ মিশ‌নে রাষ্ট্রদূত করে পা‌ঠিয়েছে।