রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাজী মারুফ নির্মাণ করলেন নতুন একটি সিনেমা : নাম ‘গ্রিন কার্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

বহুদিন ধরে অভিনয়ের বাইরে খ্যাতিমান নির্মাতা কাজী হায়াতের একমাত্র ছেলে কাজী মারুফ। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী ‘ইতিহাস’ সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই নায়ক। সেখানে বসে নির্মাণ করলেন নতুন একটি সিনেমা। নাম ‘গ্রিন কার্ড’।

এই সিনেমার মাধ্যমে অভিনেতা থেকে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে কাজী মারুফের। এর গল্প এবং চিত্রনাট্যও তিনি লিখেছেন। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন কাজী মারুফ।নায়ক বলেন, ‘দর্শক-ভক্তরা এবার আমাকে নির্মাতা হিসেবে দেখবেন। ‘গ্রিন কার্ড’ হচ্ছে আমার প্রথম নির্মিত সিনেমা। ইতোমধ্যে সেটির কাজ শেষ হয়েছে। এটাই প্রথম কোনো বাংলা সিনেমা, যার পুরোটা শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে।’

মারুফ আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। আশা করি, এ মাসের শেষ সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে দেশে ফিরব। তারপর মুক্তির যাবতীয় প্রস্তুতি শেষ করব।’

‘গ্রিন কার্ড’-এ অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দ। আরও আছেন নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিল্পী, কাজী আরিশা, রাফি আহমেদ, আকাশ রহমানসহ অনেকে।