সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলম্বিয়ায় ৬০ লাখ লোক গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬০ লাখ লোক বুধবার থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন রয়েছে। কর্তৃপক্ষ বলেছে, সম্ভবত ‘তাপীয় অসঙ্গতি’ পাইপলাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।
ইউটিলিটি গ্যাসেস ডি অক্সিডেন্ট জানিয়েছে, মধ্যাহ্ন  থেকে ককা এবং ভ্যালে দেল ককার পশ্চিম বিভাগগুলোতে ‘প্রাকৃতিক গ্যাস পরিষেবার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ রয়েছে। খবর এএফপি’র।
খনি মন্ত্রণালয়ের মতে, দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমে এই সংকট আরও পাঁচটি বিভাগকেও প্রভাবিত করেছে।
পাইপলাইন কোম্পানি ট্রান্সপোর্টাডোরা ডি গ্যাস ইন্টারন্যাশনাল, একটি আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় ভুগর্ভস্থ আগুনের নিয়ামক হতে পারে এই আশঙ্কায় গ্যাস পাইপলাইনগুলি বন্ধ করে দেওয়া  হয়েছে। পরিষেবাটি পুনরুদ্ধার করতে এক সপ্তাহ সময় লাগতে পারে।