সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছে সার্জেট মোজাহিদ চৌধুরী।

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে বন্দর বিভাগে কর্মরত সার্জেট মোঃ মোজাহিদ চৌধুরী কর্তব্যরত অবস্থায় গাড়ী এক্সিডেন্টে মৃত্যু বরণ করেন।

১৩ মার্চ সোমবার রাতের দিকে এঘটনা ঘটেছে বলে জানা গেছে। আজ ১৪ মার্চ মঙ্গলবারে জানাজা সম্পন্ন হয়েছে, জানাজা শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়,বিপিএম (বার), পিপিএম (বার)। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উক্ত জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সার্জেট মোঃ মোজাহিদ চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত প্রকাশ করেন।