সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৬তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. ময়নুল ইসলাম।

সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক, মো. তওফিক মাহবুব চৌধুরী, ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, মো. আমিনুল ইসলাম, কাজী জিয়া উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলাম, সুফিয়ান আহমেদ, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, এমডি মসিউল হক চৌধুরী ও ব্যাংকের কোম্পানি সচিব সাইফুল আলম।