মঙ্গলবার , ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কঙ্গোতে রাজনৈতিক দলের ২৫ জনের বেশি কর্মী নিহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুবুম্বাশি নগরীতে রাজনৈতিক দলের ২৫ জনেরও বেশি কর্মী নিহত হয়েছে। এ জন্য সামরিক পোশাক পরিহিত অজ্ঞাতনামা হামলাকারীদের দায়ী করা হচ্ছে। বুধবার তাদের দল এবং বেসামরিক একটি গ্রুপ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির হাউত-কাতাঙ্গা জেলার শান্তি ও নিরাপত্তা বিষয়ক একটি বেসামরিক সংস্থার প্রধান বার্টিন চোজ বলেন, ‘কয়েকজন কমান্ডো হামলা চালিয়ে ২৫ জনেরও বেশি লোককে হত্যা করেছে। এদের কেউ গুলিবিদ্ধ হয়ে এবং আবার কেউ পানিতে ডুবে মারা গেছে।’
খবরে বলা হয়, নিহতরা ন্যাশনাল ইউনিয়ন অব কঙ্গোলিজ ফেডারেলিস্টের (ইউএনএফইসি) সদস্য।
দলটির জাতীয় সভাপতি জিয়ান উম্বা লুঙ্গাঙ্গে বলেন, গত শুক্রবার এই বর্বর হামলা চালানো হয়।
তিনি বলেন, ‘নিয়মিত সভা করার স্থানে আমাদের দলের যুবকদের দেখে বেসামরিক এক ব্যক্তির নেতৃত্বে সামরিক ইউনিফর্ম পরা লোকেরা সেখানে এ হামলা চালায়।’
তিনি সাংবাদিকদের উপস্থিতিতে দলের নির্বাহীকে বলেন, ‘তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে এবং অন্যরা পালিয়ে যাওয়ার সময় নাভিউন্ডু নদীতে ডুবে মারা যায়।’
এ হামলার ঘটনায় এ পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে।
এ অঞ্চলের একজন সেনা মুখপাত্র এএফপি’কে বলেন, তিনি এ ঘটনার ব্যাপারে অবগত নন। বিশেষকরে ‘ওই রাজনৈতিক দল এখন পর্যন্ত বিষয়টি সেনাবাহিনীকে জানায়নি।’