রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ মিনিস্টার হাই-টেক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

প্রকাশ: ২৭ জুন ২০১৮ইং

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের মধ্যেকার পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজের পাওয়ার্ড বাই স্পন্সর হয়েছে দেশের অন্যতম খ্যাতনামা ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লি.।

এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর বনানীস্থ মিনিস্টার হাই-টেক পার্ক লি. এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর ও সাংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।

এই আয়োজনে মিনিস্টার হাই-টেক পার্ক লি. এর চেয়ারম্যান এম. এ. রাজ্জাক খান (রাজ) এবং টোটাল স্পোটর্স মার্কেটিং এর সিইও মো. মঈনুল হক চৌধুরী স্ব স্ব কোম্পানির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় বক্তারা ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের মধ্যেকার অনুষ্ঠিতব্য পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভ কামনা করেন এবং আগামীতে বাংলাদেশ ক্রিকেট টিমকে এগিয়ে নেয়ার জন্য সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মিনিস্টার হাই-টেক পার্ক লি. এর চেয়ারম্যান এম. এ. রাজ্জাক খান (রাজ) ঘোষণা দেন ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ ক্রিকেট সিরিজ উপলক্ষ্যে মিনিস্টার পণ্য ক্রয় করে স্ক্র্যাচ কার্ড ঘষে আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ  গিয়ে টাইগারদের সাপোর্ট করার সুযোগ করে দেবেন।