‘এ’ দলে ডাক পেয়ে নিজেদের লক্ষ্যের কথা জানালেন এনামুল-অমিতরা
তিন ওয়ানডে এবং দুটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করছে নিউজিল্যান্ড ‘এ’ দল। গতকাল রোববার প্রথম চার দিনের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো ‘এ’ দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার অমিত হাসান। এছাড়া ৩ বছর পর আবারো ‘এ’ দলে সুযোগ পেলেন পেসার এনামুল হক।
এদিকে দলে রয়েছেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান, নাঈম শেখরাও। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
তিন বছর পর দলে ফেরা এনামুল জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। বললেন অতীত ফেলে রেখে এবারে ভালো কিছু করতে চান। ঢাকা পোস্টকে এই পেসার বলছিলেন, ‘এ টিমে যখন আগে ছিলাম তখন আসলে ওইভাবে পারফর্ম করতে পারেনি। যেভাবে পারফর্ম করা উচিত ছিল সেভাবে করতে পারিনি। এনসিএল শেষের পর ডিপিএল খেললাম। তো চেষ্টা করেছিলাম যে কিভাবে পারফর্ম করা যায়।’
‘লাল বলে যেভাবে শেষ করেছিলাম আমি, সেখান থেকে শুরু করতে চাই। সুযোগ পেলে সবারই তো লক্ষ্য থাকে যে জাতীয় দলের হয়ে খেলা। আমারও তেমনটাই আর এ দলে ভালো খেলতে পারলে তো সুযোগটা তৈরি হবে।’- বলেন এনামুল।
স্বল্পভাষী অমিত বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ প্রথমবার ডাক পেলাম অবশ্যই ভালো লাগছে। পরিবার থেকে এমনি এতটুকু জানে যে আমি সিলেটে খেলতে যাব। পরিবার থেকে সবাই সবসময় আমাকে সাপোর্ট করে। যে কারণে আজকে এখানে এসেছি। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেওয়ার, এবং নির্বাচকদের আস্থার প্রতিদান দেওয়ার।’
চার দিনের প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল-
নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহমুদুল জয়, জাকির হাসান, অমিত হাসান মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, এনামুল হক, এবাদত হোসেন, খালেদ আহমেদ।