আমেরিকার বিপক্ষে সিরিজ হারের জন্য কম সমালোচনা সইতে হয়নি বাংলাদেশ দলকে। পুরো টাইগার স্কোয়াড নিয়েই এ সময় ব্যাপক ট্রল শুরু হয়েছে। অবশ্য বাজে পারফরম্যান্স মানেই এমন ঘটনা সঙ্গী হয় শান্ত–সাকিবদের। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের হাস্যরসে বিন্দুমাত্র ছাড় দেননি ভক্ত-সমর্থকরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র কাছে।
শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক শান্ত। এ সময় ট্রল বন্ধ হবে কি না এই প্রশ্নে শান্ত’র জবাব, ‘এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলে তারা বলতে পারেন (ট্রল বন্ধ হবে কি না)। আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতেও পারব না। আমার মনে হয় না খেলোয়াড়রা এগুলো নিয়ে খুব বেশি ভাবে।’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যেতে হলে অবশ্যই বাকি তিন ম্যাচের দুটিতে জিততে হবে টাইগারদের। যে কারণে দলের সবার মনোযোগও এখন সেদিকেই, ‘এই জয়টা গুরুত্বপূর্ণ ছিলো, পরের তিন ম্যাচও গুরুত্বপূর্ণ। (সেসব ম্যাচের জন্য) নতুন করে পরিকল্পনা করে আসতে হবে। ভালো খেলা ছাড়া উপায় নেই। আমরা ব্যাটাররা যদি অবদান রাখতে পারি তাহলে ভালো করতে পারব।’
শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক শান্ত। এ সময় ট্রল বন্ধ হবে কি না এই প্রশ্নে শান্ত’র জবাব, ‘এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলে তারা বলতে পারেন (ট্রল বন্ধ হবে কি না)। আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতেও পারব না। আমার মনে হয় না খেলোয়াড়রা এগুলো নিয়ে খুব বেশি ভাবে।’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যেতে হলে অবশ্যই বাকি তিন ম্যাচের দুটিতে জিততে হবে টাইগারদের। যে কারণে দলের সবার মনোযোগও এখন সেদিকেই, ‘এই জয়টা গুরুত্বপূর্ণ ছিলো, পরের তিন ম্যাচও গুরুত্বপূর্ণ। (সেসব ম্যাচের জন্য) নতুন করে পরিকল্পনা করে আসতে হবে। ভালো খেলা ছাড়া উপায় নেই। আমরা ব্যাটাররা যদি অবদান রাখতে পারি তাহলে ভালো করতে পারব।’