শুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

এখন হলিউডেও আনাগোনা আলিয়া ভাটের

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বলিউডের গণ্ডি ছেড়ে এখন হলিউডেও আনাগোনা অভিনেত্রী আলিয়া ভাটের। সেখানে জায়গা করে নিয়েছিলেন ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে। বলা যায়, আলিয়া ভাট এখন গ্লোবাল স্টার; তাই তো এবার আসন্ন কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের জন্য যোগ দিতে চলেছেন অভিনেত্রী। এর ফলে নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন আলিয়া ভাট।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে পাপারাজ্জিদের নিয়ে প্রি বার্থডে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আলিয়া ভাট। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ফাঁস করলেন এই বড় খবর! জানালেন, চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন তিনি। ফি বছরই কানের মঞ্চে ভারতীয় বিনোদুনিয়ার তারকাদের দেখা যায়। সেই তালিকায় ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, এমনকি অদিতি রাও হায়দারিও রয়েছেন। এবার তাতেই নবতম সংযোজন আলিয়া ভাট।

এই জনপ্রিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারা- সেই আমন্ত্রণ এবার আলিয়া ভাটের কাছে। জানালেন, ‘মুখিয়ে রয়েছি কবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেব।’
করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছিলেন আলিয়া ভাট। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে।