বুধবার , ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এক লক্ষ জাল টাকাসহ ২ জনকে আটক করেছে ডিবি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ এপ্রিল, ২০২৩

রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে এক লক্ষ জাল টাকাসহ ২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

আটকৃতরা হলো- মোঃ মামুন শেখ ও মোঃ মেশকাত চৌধুরী।

শনিবার (০১ এপ্রিল ২০২৩ খ্রি.) দুপুর ২: ০৫টায় ইস্কাটন গার্ডেন এলাকা থেকে তাদেরকে জাল টাকাসহ আটক করে গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রমনা মডেল থানার ইস্কাটন গার্ডেন এলাকার টেলিযোগাযোগ ভবন (বিটিসিএল) এর সামনে কতিপয় ব্যক্তিরা বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এক লাখ জাল টাকাসহ তাদেরকে আটক করা হয়।

এ সংক্রান্তে আটককৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।