সৌদি আরবের পশ্চিমের তায়েফ শহরে বৃহস্পতিবার বন্দুকধারীদের হামলায় একাধিক সামরিক কর্মকর্তা আহত হয়েছেন বলে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
দুই হামলাকারী প্রথমে এক পুলিশকে হত্যা করে তার আগ্নেয়াস্ত্র ও গাড়ি নিয়ে পরে ন্যাশনাল গার্ডের স্থাপনায় হামলা চালায়। হামলার পর মক্কার ৭০ কিলোমিটার পূর্বে তাইফের এই সেনা ঘাঁটিতে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
একটি সূত্র উদ্ধৃত করে সৌদি পত্রিকা সাবক জানায়, ডেপুটি সার্জেন্ট আব্দুল্লাহ মাশারি আল কুরেশি তায়েফ জেলায় আর্মির রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় দু’জন হামলা চালান। এর মধ্যে এক হামলাকারীর ছুরিকাঘাতে মারাত্মক আহত হন আব্দুল্লাহ মাশারি আল কুরেশি। পরে তার মৃত্যু হয়।
এরপর ওই পুলিশ সদস্যের বন্দুক ও গাড়ি ব্যবহার করে সামরিক ঘাঁটিতে হামলা করা হয়। সেখানে গোলাগুলিতে বেশ কয়েকজন সৈন্য ও এক হামলাকারী আহত হন। পরে আহত হামলাকারীকে গ্রেফতার করা হয়। তবে অন্যজন পালিয়ে যেতে সক্ষম হন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা অতীতে তাদের সমর্থকদের দেশটির সামরিক ঘাঁটিতে হামলার আহ্বান জানিয়েছিল।