1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক দিন আগেই রোজা শুরু ভোলায় - NEWSTVBANGLA
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

এক দিন আগেই রোজা শুরু ভোলায়

প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রথম তারাবির নামাজ আদায় ও সাহরি খেয়ে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ভোলার সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ ও সুরেস্বর দরবার শরীফের অনুসারীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রথম তারাবি ও সাহরি খাওয়ার মধ্যদিয়ে আজ শনিবার (১ মার্চ) থেকে প্রথম রোজা রেখেছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার সাত উপজেলার মধ্যে ভোলা সদর উপজেলা, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় উপজেলাতে প্রায় ৫ হাজার সাতকানিয়া মির্জাখালী দরবার ও সুরেস্বর দরবার শরীফের অনুসারী রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩ হাজার অনুসারী রয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে।

বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের যুবক মো. রুবেল ও মো. আকরাম বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার রাতে আমাদের গ্রামের মসজিদে প্রথম খতমে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাতে সাহরি খেয়ে রোজা রেখেছি। প্রতিবছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করি।

ওই গ্রামের গ্রামের আমিন মিয়া চৌকদার বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি মো. মাসুম পারভেজ বলেন, ভোলা জেলার ১০টি গ্রামে সাতকানিয়া মির্জাখালী দরবার ও সুরেস্বর দরবার শরীফের আমরা প্রায় ৫ হাজার অনুসারী আছি। তাদের মধ্যে প্রায় ৩ হাজার অনুসারী আছি বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা শুরু করেছি এবং এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট