‘ঢাকা অ্যাটাক’খ্যাত পরিচালক দীপনংকর দীপনের নাম ভাঙিয়ে বিভিন্নজনকে ফোন করে টাকা চাওয়া এবং অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। আর এজন্য বুধবার সন্ধ্যায় তিনি রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানার জিডিতে দীপন লিখেন, গত বছর ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি বিপুল জনপ্রিয়তা পায়। সম্প্রতি আমার সুনাম ক্ষুণ্ন করে অজ্ঞাত কেউ আমার নাম ব্যবহারে নবীন/সম্ভাবনাময়ী অভিনেত্রীদের ফোন দিচ্ছেন। নতুন ছবিতে সুযোগ করে দেয়ার কথা বলে নানা রকম প্রস্তাবসহ টাকা দাবি করছে।
দীপন পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমাকে সম্প্রতি একজন নায়িকা জানান- আমি নাকি ‘ঢাকা অ্যাটাক ২’র জন্য তাকে চাইছি। তখন আমি তাকে ওই লোকের সঙ্গে কথা বলতে বলি। লোকটি বলে তাকে নায়িকা হিসেবে নেয়া হবে। কিন্তু, এজন্য তাকে ‘সেক্রিফাইস’ করতে হবে। তাকে লোকটির বাসায় যেতে হবে। কিংবা অর্থ দিতে হবে। একি বললেন লোকটি।
আপনি লোকটির সঙ্গে কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ফোন তিনি ধরেননি। কিন্তু, লোকটিকে র্যাব থেকে ফোন দিলে নিজেকে দীপনংকর দীপন হিসেবে পরিচয় দেন।’
লোকটি কে তা ধরতে পারেননি দীপন। এজন্য কাউকে সন্দেহও করছেন না তিনি। তার নজরে বিষয়টি প্রথম আসে ২৯ মে। তার পরিচিত নায়ক-নায়িকারা বিষয়টি পাত্তা না দিলেও অল্প পরিচিতরা বিশ্বাস করেন। তাদেরই একজন তাকে ফোন দিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে তখন প্রতারণা প্রকাশ পায়।
দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী ছবি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি।
ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, এবিএম সুমন ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এ ছাড়া দেখা মিলেছে প্রবাসী বাংলাদেশি তাসকিন রহমানকে।
ছবিটির মূল ভাবনা ও কাহিনী রচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের এডিসি সানি সানোয়ার। ‘ঢাকা অ্যাটাক’ প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড।
আপনি লোকটির সঙ্গে কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ফোন তিনি ধরেননি। কিন্তু, লোকটিকে র্যাব থেকে ফোন দিলে নিজেকে দীপনংকর দীপন হিসেবে পরিচয় দেন।’
লোকটি কে তা ধরতে পারেননি দীপন। এজন্য কাউকে সন্দেহও করছেন না তিনি। তার নজরে বিষয়টি প্রথম আসে ২৯ মে। তার পরিচিত নায়ক-নায়িকারা বিষয়টি পাত্তা না দিলেও অল্প পরিচিতরা বিশ্বাস করেন। তাদেরই একজন তাকে ফোন দিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে তখন প্রতারণা প্রকাশ পায়।
দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী ছবি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি।
ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, এবিএম সুমন ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এ ছাড়া দেখা মিলেছে প্রবাসী বাংলাদেশি তাসকিন রহমানকে।
ছবিটির মূল ভাবনা ও কাহিনী রচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের এডিসি সানি সানোয়ার। ‘ঢাকা অ্যাটাক’ প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড।