দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ১৩ জনসহ চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। আর সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৯৩ জনে। সেই সঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। আর চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর করোনা ভাইরাসে সবমিলিয়ে এখন পর্যন্ত ১০ জন পুরুষ এবং ১২ জন নারীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সর্বমোট মারা যাওয়াদের মধ্যে ১৮ হাজার ৮৩০ জন পুরুষ এবং ১০ হাজার ৬৯১ জন নারী। শতকরা বিবেচনায় নারীদের মৃত্যু হার ৩৬.২১ শতাংশ, পুরুষের মৃত্যু হার ৬৩.৭৯ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২২ শতাংশ।
এর আগে শনিবার তার আগের ২৪ ঘণ্টায় ১৮১ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।