সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

একগুচ্ছ গানে ঢাকাই সিনেমায় ‘জীবনময় ঈদ’

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জুন, ২০২৫

বছরজুড়েই গানের ব্যস্ততা থাকে রবিউল ইসলাম জীবনের। তবে ঈদ উৎসবে মুখরতা আরও বেড়ে যায় জনপ্রিয় এ গীতিকারের। এই ঈদেও তার ব্যত্যয় ঘটছে না। মুক্তি পাওয়া ৫টি সিনেমাতেই ছবিতেই রয়েছে তার লেখা গান, সমান সংখ্যক গান আছে নাটকেও। 

ঈদের ছবিগুলোর মধ্যে রায়হান রাফীর ‘তাণ্ডব’-এ লিখেছেন ‘খবর দে’; নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন আরাফাত মহসীন নিধি। সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’-এর টাইটেল গানটি লিখেছেন জীবন; নাভেদ পারভেজের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন ‘বাংলাদেশি আইডল’ আরিফ রহমান জয়। আলোক হাসানের ‘টগর’-এ রয়েছে ‘ও সুন্দরী’। সুর-সংগীতে ইমরান, গেয়েছেন ইমরান ও আতিয়া আনিসা। সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ছবিতেও আছে জীবনের গান। ‘তোমাকে চাই’ শিরোনামের গানটি গেয়েছেন ইমরান ও কোনাল; সুর-সংগীতে ইমরান। এছাড়া মিঠু খানের ‘নীলচক্র’তে লিখেছেন ‘ধোকা’। এটি নিজের সুর-সংগীতে গেয়েছেন বালাম। b
ঈদের ৫টি নাটকেও রয়েছে জীবনের লেখা গান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ক্ষতিপূরণ’ (আরফিন রুমির সুরে স্বর্ণা), রাফাত মজুমদার রিংকুর ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ (মার্সেলের সুরে সজীব দাশ ও আতিয়া আনিসা) ও ‘এ সিক্রেট অব শিউলি’ (শোভন রায়ের সুরে মাশা ইসলাম), সেতু আরিফের ‘অভিমান’ (রবিন ইসলামের সুরে কবিতা) এবং হাসিব হোসেন রাখির ‘মন মঞ্জিলে’ (জাহিদ নিরবের সুরে মাশা ইসলাম) নাটকে এসেছে তার লেখা গান। এছাড়া এবারের ঈদে আরও একটি বিশেষ আয়োজনে লিখেছেন তিনি, তা হলো ‘পাঁচফোড়ন’। যাতে কণ্ঠ দিয়েছেন কিশোর লিজা। জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেতের এই ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হয় এটিএন বাংলায়।
এমন জমজমাট ঈদ নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘গান তো সব সময়ই লিখি। তবে ঈদের মতো উৎসবে যখন গান আসে, তখন অনেক বেশি আনন্দ অনুভব করি। কারণ মানুষের আনন্দের পালে আমার গানগুলোও কিছুটা হাওয়া দেয়। একজন সৃষ্টিশীল মানুষের কাছে এটাই বড় পাওয়া। চেষ্টা করেছি প্রতিটি ছবি ও গানের গল্প অনুযায়ী রুচিশীল গান লিখতে। আশা করি, প্রত্যেকটি গানই শ্রোতাদের ভিন্ন অনুভব দেবে, ভালো লাগবে।’