বৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

উপদেষ্টা বলছেন রিংকু গ্রেপ্তার ,পুলিশ বলছে হেফাজতে

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ মার্চ, ২০২৫

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার (৯ মার্চ) দিবাগত রাত থেকে শোনা গেলেও মুখে কুলুপ এঁটেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতরাত থেকে আজ (সোমবার) দুপুর পর্যন্ত ডিএমপির একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও বিষয়টি নিয়ে কেউ নিশ্চিত করেননি। দুপুর ২টার দিকে ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, ডিসি তেজগাঁওয়ের সঙ্গে কথা বলার জন্য, ডিসি বলেন, মোহাম্মদপুর থানার ওসির সঙ্গে কথা বলার জন্য। ওসি জানান, ‘সেনসিটিভ’ ইস্যু কথা বলতে বারণ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের নম্বরেও যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

সর্বশেষ তরুণী লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু গ্রেপ্তারের তথ্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (১১ মার্চ) এক ফেসবুক পোস্টে ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।’ এরপর তিনি গায়িকা ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইন উল্লেখ করেন। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার উল্লেখ না করে হেফাজতে নেওয়ার কথা জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা রিংকুকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিয়েছি।