সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

নওগাঁর মান্দায় রামনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে  উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত  ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের  বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অত্র বিদ্যালয়ের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ চিত্তরঞ্জন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু সুনীল চন্দ্র তরফদার। এর আগে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার সাহা। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ও মানপত্র পাঠ করেন হিয়া,মিথিলা, সাবিহা এবং ইসমাইল হোসেন প্রমূখ।