সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উগান্ডা দলের সঙ্গে সময় কাটালেন মার্শ-ওয়ার্নার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুন, ২০২৪

প্রথম বারের মতো বিশ্বকাপে খেলছে উগান্ডা। তাই এই বিশ্বকাপ ঘিরে তাদের উন্মাদনা একটু বেশিই। উগান্ডার ক্রিকেটারদের সেই আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নাররা। একই হোটেলে থাকার সুবাদে উগান্ডার ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছে অজিরা।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার সময় ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে একই হোটেলে অবস্থান করে অস্ট্রেলিয়া ও উগান্ডা দল। সেখানেই তাদের সঙ্গে দেখা করেন মিচেল মার্শ-ডেভিড ওয়ার্নাররা।

উগান্ডার ড্রেসিং রুমে দলটির ক্রিকেটারদের সঙ্গে আড্ডায় মাতেন মার্শ। এক সময় উগান্ডার একটি জার্সি গায়ে জড়িয়ে নেন অস্ট্রেলিয়া তারকা অলরাউন্ডার। ওয়ার্নারকেও উপহার দেওয়া হয় উগান্ডার একটি জার্সি। পরে আফ্রিকার ছোট্ট দেশটির ক্রিকেটারদের সঙ্গে একটি ছবিও তোলেন তারা।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার সময় ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে একই হোটেলে অবস্থান করে অস্ট্রেলিয়া ও উগান্ডা দল। সেখানেই তাদের সঙ্গে দেখা করেন মিচেল মার্শ-ডেভিড ওয়ার্নাররা।

উগান্ডার ড্রেসিং রুমে দলটির ক্রিকেটারদের সঙ্গে আড্ডায় মাতেন মার্শ। এক সময় উগান্ডার একটি জার্সি গায়ে জড়িয়ে নেন অস্ট্রেলিয়া তারকা অলরাউন্ডার। ওয়ার্নারকেও উপহার দেওয়া হয় উগান্ডার একটি জার্সি। পরে আফ্রিকার ছোট্ট দেশটির ক্রিকেটারদের সঙ্গে একটি ছবিও তোলেন তারা।

প্রথমবার বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলতে আসা দলটির ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়ে ভালো লেগেছে মার্শের। অস্ট্রেলিয়ার অধিনায়ক তার অনুভূতি তুলে ধরে বলেছেন, ‘এটা সত্যিই বিশেষ এক মুহূর্ত ছিল। বিশ্বকাপে কেবল ক্রিকেটটাই একমাত্র বিষয় নয়। দলগুলোর জন্য এটা একটা সুযোগ। আর এখানে থাকার যোগ্যতা তারা অর্জন করে নেয়।’

উগান্ডার বিশ্বকাপ অভিষেক হবে আগামী মঙ্গলবার, প্রতিপক্ষ আফগানিস্তান। দুই দিন পর পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বে দলটির শেষ দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে, যথাক্রমে ৯ ও ১৫ জুন।