বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম মোল্লা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সন্ধ্যায় নড়াইলের চৌগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম মোল্লা সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মশিয়ার মোল্লার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সিয়াম ও তার বন্ধুরা মিলে মোটরসাইকেলে লোহাগড়ার কালনা এলাকায় ঘুরতে যায়। পরে ফেরার পথে চৌগাছা এলাকায় একটি ছাগল দৌড়ে মোটরসাইকেলের সামনে এলে সিয়াম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রিফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সিয়ামের বাবা মশিয়ার মোল্লা বলেন, ঘুরতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় সিয়াম। এর মধ্যেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফোন আসে সিয়াম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। দ্রুত হাসপাতালে ছুটে আসি। এসে দেখি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করেছেন। ঢাকা নেওয়ার পথে প্রাণ যায় আমার সিয়ামের।
এ বিষয়ে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, ঘটনাটি আমাদের কেউ অবহিত করেনি।