বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বনগাঁও ইউনিয়নবাসী ও দেশবাসীকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানান আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সিয়াম সাধনার সংযম পালনের পর অর খুশি অপার আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর দিন তো আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের খুশির দিন তিনি আরো বলেন এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে গ্রামগঞ্জে সারা বাংলায় সারা বিশ্বে শহরবাসী মানুষ তার শিকড়ের টানে ফিরে যান আপনজনদের কাছে
মিলিত হয় আত্মীয় স্বজনের সঙ্গে এই দিন সব শ্রেনির মানুষ এক কাতারে সামিল হন ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেই সাইফুল ইসলাম আরো বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তুলে সোহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন ঈদুল ফিতরের অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশা করি এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সব ধরনের মানুষ মিলেমিশে বসবাস করছে এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য তুমি আরো বলেন ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম এখানে হিংসা-বিদেশ হানাহানির কোন স্থান নেই মানবিক মূল্যবোধ পারস্যরিক সহাবস্থান পরমতো সহিংসতা সাম্যসহ বিশ্বজনীন কল্যাণে কল্যাণকে ইসলাম ধারণ করে তিনি আরো বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক ইসলামের মমর্ত্য ও নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারী হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক বিশ্বে ভরে উঠুক শান্তি আর সোহার্দে পবিত্র ঈদুল ফিতরের এই প্রত্যাশা কামনা করি