সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসি কর্মকর্তা হাসানুজ্জামান মামলা থেকে দায়মুক্তি পেলেন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ মার্চ, ২০২৩

নিজের দোষ স্বাকীর করে বিভাগীয় মামলা থেকে দায়মুক্তি পেয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

একই সাথে এই নির্বাচন কর্মকর্তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

নির্বাচন কমিশন আদেশে জানায়, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মুহাম্মদ হাসানুজ্জামান সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল), ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী “অসদাচরণ” এর অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলা নং-০৪/২০২৩ এর বিষয়ে গত ২০/০৩/২০২৩ তারিখে তার ব্যক্তিগত শুনানি গ্রহণ করা হয়। তিনি ব্যক্তিগত শুনানিকালে লিখিত বক্তব্যে উল্লেখ করেন যে, তিনি ছুটির আবেদন দিয়ে এসেছিলেন। কিন্তু মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেননি। একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে এটা তার ভুল হয়েছে। তিনি এ ভুলের জন্য ক্ষমা চেয়েছেন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ হতে অব্যাহতি প্রদানের জন্য বিনীত অনুরোধ করেছেন।