শুক্রবার , ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘ইসরায়েল একটি অভিশপ্ত দেশ’

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে ঢাকা স্টেট কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেন। এসময় স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভ মিছিলে ঢাকা স্টেট কলেজের শিক্ষক আকতার হোসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, মুসলিম প্রধান দেশের নেতা হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো উচিত। ইসরায়েল একটি অভিশপ্ত দেশ, যারা নিরীহ মুসলিমদের ওপর হামলা চালিয়ে আসছে।

বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নুর জাহান রোড ঘুরে কলেজের সামনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।