1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে - NEWSTVBANGLA
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে

প্রতিনিধি

ইসরায়েলি ১১টি কোম্পানিতে করা বিনিয়োগ বিক্রির ঘোষণা দিয়েছে নরওয়ের বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। সোমবার বিশ্বের বৃহত্তম এই সার্বভৌম সম্পদ তহবিল পরিচালনাকারী দেশটির নর্জেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট (এনবিআইএম) নামের একটি সংস্থা ইসরায়েলি কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রির এই ঘোষণা দিয়েছে।

এর আগে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালীন তহবিলটি ইসরায়েলি বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক এক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়।

নরওয়ের ওই তহবিল পরিচালনাকারী সংস্থা নর্জেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের (এনবিআইএম) প্রধান নিকোলাই ট্যানজেন বলেছেন, অস্বাভাবিক পরিস্থিতির কারণে ইসরায়েলি কোম্পানিতে বিনিয়োগ বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‌‌‘‘গাজার পরিস্থিতি অত্যন্ত গুরুতর মানবিক সংকট। আমরা এমন একটি দেশে সচল থাকা কোম্পানিতে বিনিয়োগ করেছি, যা যুদ্ধে লিপ্ত এবং সাম্প্রতিক সময়ে পশ্চিম তীর ও গাজার পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।’’

নরওয়ের জ্বালানি রপ্তানির আয়ের অর্থে গঠিত প্রায় ১.৯ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের বৃহত্তম বড় এই তহবিল। নরওয়ের সার্বভৌম এই তহবিল থেকে সারা বিশ্বে বিনিয়োগ করা হয়।

গত সপ্তাহে নরওয়ের দৈনিক আফতেনপোস্টেনের প্রতিবেদনে বলা হয়, তহবিলটি ইসরায়েলি বেট শেমেশ ইঞ্জিনস হোল্ডিংসে বিনিয়োগ করেছে। এই প্রতিষ্ঠানটি ইসরায়েলি যুদ্ধবিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করে। পরবর্তীতে এই তথ্য নিশ্চিত করে ট্যানজেন বলেন, গাজায় ইসরায়েলি হামলা শুরুর পরও তহবিলটি ওই কোম্পানিতে শেয়ারের অংশীদারিত্ব বাড়িয়েছে।

এই ঘটনা প্রকাশ পাওয়ার পর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর দেশটির অর্থমন্ত্রী ও ন্যাটোর সাবেক মহাসচিব জেন্স স্টোলটেনবার্গকে ইসরায়েলি কোম্পানিতে করা বিনিয়োগের বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দেন।

এনবিআইএম বলেছে, চলতি বছরের প্রথম ছয় মাস পর্যন্ত ইসরায়েলের ৬১টি কোম্পানিতে তাদের বিনিয়োগ ছিল। এর মধ্যে ১১টি তাদের ‌‌‘‘ইকুইটি বেঞ্চমার্ক ইনডেক্সে’’ ছিল না। দেশটির অর্থ মন্ত্রণালয় এই সূচক নির্ধারণ ও তহবিলের কার্যকারিতা মূল্যায়ন করে।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, যেসব ইসরায়েলি কোম্পানি ইকুইটি বেঞ্চমার্ক ইনডেক্সে নেই, তাদের সব বিনিয়োগ যত দ্রুত সম্ভব বিক্রি করা হবে বলে গত সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা যুদ্ধ ও সংঘাতের সঙ্গে জড়িত কোম্পানিগুলোতে বিনিয়োগের বিষয়ে দীর্ঘদিন ধরে বিশেষ মনোযোগ দিয়ে আসছে।

এনবিআইএম বলেছে, ‘‘২০২০ সাল থেকে তারা এ বিষয়টি নিয়ে ৬০টিরও বেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে ৩৯টি আলোচনার বিষয় ছিল পশ্চিম তীর ও গাজা। ২০২৪ সালের শরতে ইসরায়েলি কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছিল এবং এর ফলে আমরা বেশ কিছু ইসরায়েলি কোম্পানিতে বিনিয়োগ বিক্রি করেছি।’’

সূত্র: এএফপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট