ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন. ইজতেমায় ২ পক্ষের বিরোধ নিরসনে সরকার নিবিড়ভাবে কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা দুই পক্ষের মধ্যকার যে বিরোধ, তা নিরসনের আপ্রাণ চেষ্টা করছি। এ ব্যাপারে আজকেও মিটিং হচ্ছে। মিটিংটা হয়ে গেলে আমরা দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করব, তাদের নিয়ে বসব। আল্লাহপাকের হুকুম হলে আবার দুই পক্ষ মিলে যেতে পারে।’
আজ বৃহস্পতিবার দুপুরে ইজতেমা মাঠ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামীকাল শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ভারতের মাওলানা সাদ কান্ধলভীকে আনার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।
ফরিদুল হক খান বলেন, ‘মাওলানা সাদ সাহেবকে আনার জন্য তার পক্ষের লোকজনও কাজ করছেন। সরকারের সঙ্গেও তাদের কথা চলছে। আমরাও আলোচনা করছি। সমঝোতার মধ্যে হয়তো মাওলানা সাদকে আনা সম্ভব হতে পারে। আমরা সেই চেষ্টাটাই করছি।’
এবারও বিশ্ব ইজতেমা আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে। গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্ব। আগামীকাল শুরু হবে দ্বিতীয় পর্ব বা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা। তবে ২০১৮ সালে বিরোধের মুখে ফিরে যাওয়ার পর আর ইজতেমায় অংশ নেননি সাদ কান্ধলভী। এ নিয়ে বারবার সাদ অনুসারীদের পক্ষ থেকে তাকে আনার দাবি জানালেও কোনো সমাধান মেলেনি। এর মধ্যে বুধবার সকালে সাদ কান্ধলভীকে আসার সুযোগ করে দেওয়ার জন্য ইজতেমা মাঠের মূল ফটকে সাধারণ মুসল্লি পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে ধর্মমন্ত্রী বলেন, মাওলানা সাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো হ্যাঁ বা না নেই। তবে এটা করতে গেলে সরকারের কিছু বাধ্যবাধকতা আছে, কিছু নিয়ম আছে, সে নিয়মের মধ্যেই সবকিছু করতে হয়। এখানে সরকার ও প্রশাসনের পক্ষে যাঁরা আছেন, কোনো কারণে যাতে বিশৃঙ্খলা না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে তাদের দায়িত্ব থাকে।
তারপরও আমি বলব, পরশু রাতে মাওলানা আশরাফ মাদানী সাহেব এসেছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা আমরা রেকর্ড করেছি। তার বক্তব্য বিশ্লেষণ করে আলোচনার মাধ্যমে কিছু করার চেষ্টা করবো।
ফরিদুল হক খান ইজতেমার মাঠে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম। এ সময় দ্বিতীয় পক্ষের ইজতেমা আয়োজকদের মুরব্বিদের সঙ্গে মন্ত্রী কথা বলেন। পরে ধর্মমন্ত্রী জেলা প্রশাসকের কেন্দ্রীয় সমন্বয়কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে এরই মধ্যে ইজতেমা মাঠে জড়ো হয়েছেন হাজারো মুসল্লি। মাঠ প্রায় ভরে গেছে।