সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইউক্রেন শান্তি আলোচনার ক্ষেত্রে চীনের দূতকে ‘প্রধান বাধাগুলোর’ কথা বললেন ল্যাভরভ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ মে, ২০২৩

 রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার চীনের বিশেষ দূত সি হুইকে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রধান বাধাগুলোর’ কথা বলেছেন। এক্ষেত্রে তিনি ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোকে দোষারোপ করেন। খবর এএফপি’র।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসময় ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ সংঘাতের একটি রাজনৈতিক-কূটনৈতিক সমাধানে মস্কোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে শান্তি আলোচনা ফের শুরু করতে ইউক্রেনীয় পক্ষ এবং তাদের পশ্চিমা পরামর্শদাতাদের দ্বারা সৃষ্ট প্রধান বাধাগুলোর কথা উল্লেখ করেন।’