রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইউক্রেনকে সামরিক সহায়তায়ঃ ইসরাইলের প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একইসঙ্গে চলমান এই সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ইসরাইল ইউক্রেনকে মার্কিন প্রযুক্তি আইরন ডোম দিয়ে সহযোগিতা করতে পারে কি না- নেতানিয়াহুর কাছে এ প্রশ্ন জানতে চেয়েছিল সিএনএন। জবাবে
নেতানিয়াহু বলেন, আমি গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করছি।
নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের অস্ত্রের একটি বড় অংশ নিয়ে গেছে এবং ইউক্রেনে পাঠিয়েছে।

ইউক্রেনীয় ও পশ্চিমা কর্মকর্তারা বলেন, ইরান মস্কোর কাছে কম দামে ড্রোন বিক্রি করছে। যদিও তেহরান ইউক্রেন ও পশ্চিমা দেশের এমন দাবি অস্বীকার করে আসছে।

নেতানিয়াহু বলেন, ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোর পর তাকে অনানুষ্ঠানিক ভূমিকায় মধ্যস্থতা করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তখন বিরোধী দলে থাকায় এটি করতে রাজি হননি।
তবে এখন তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট পক্ষ এবং যুক্তরাষ্ট্র বললে তিনি এ ব্যাপারে মধ্যস্থতা করতে আগ্রহী হবেন।