সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আহতদের চিকিৎসা-পুনর্বাসনে লড়াইয়ের ডাক

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে আহত-পঙ্গুত্ববরণ করা ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে নতুন লড়াইয়ের ডাক দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, আমাকে যদি জেলখানায় যেতে হয়, তবে সেখান থেকে ফিরে এসেই আমি আহতদের জন্য আন্দোলন শুরু করব।

শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন মাহমুদুর রহমান।

তিনি বলেন, আমি একজন ব্যক্তি হিসেবে হাসিনার বিরুদ্ধে যে লড়াই করেছি, একই গতিতে এবং একই ঈমানের শক্তিতে হাসিনার পতন আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আমি বাকি লড়াইটা শুরু করব ইনশাআল্লাহ।

আমার দেশ সম্পাদক বলেন, আগামীকাল (রোববার) আমি আদালতে হাজির হব আমার বিরুদ্ধে মামলায় লড়ার জন্য। আমাকে যদি জেলখানায় যেতে হয়, তবে সেখান থেকে ফিরে এসেই আমি আহতদের জন্য আন্দোলন শুরু করব।

পরিদর্শনকালে সাংবাদিক মাহমুদুর রহমান ব্যক্তিগত উদ্যোগে গুরুতর আহত ৭৭ জন রোগীকে আর্থিক সহায়তা তুলে দেন।