সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আস্থার জায়গায় নিতে চাই পুঁজিবাজারকে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

পুঁজিবাজারকে আস্থার জায়গায় নিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর কাজ করার কথাও জানান তিনি। এজন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজিএফ) সহযোগিতাও চান বিএসইসি চেয়ারম্যান।

রোববার (২৫ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সঙ্গে সৌজন্য বৈঠকে বিএসসির চেয়ারম্যানের খন্দকার রাশেদ মাকসুদ এসব বলেন।

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ও সাধারণ সম্পাদক আবু আলী কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ছাড়াও কমিশনার মোহসীন চৌধুরী এবং ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।