1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আসছে ঈদে নতুন ওয়েব সিরিজ ‘জিম্মি’। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

আসছে ঈদে নতুন ওয়েব সিরিজ ‘জিম্মি’।

প্রতিনিধি

আসছে ঈদে নতুন ওয়েব সিরিজ ‘জিম্মি’। বানিয়েছেন ‘মহানগর’ খ্যাত নির্মাতা আশফাক নিপুণ; আর পর্দায় থাকছেন অভিনেত্রী জয়া আহসান। প্রথমবারের মতো নিপুণের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ালেন জয়া আহসান।

সম্প্রতি‘জিম্মি’ মুক্তির তারিখ ঘোষণা উপলক্ষে একটি প্রমোশনাল ভিডিও বানিয়েছে টিম হইচই। সেখানে বলা হয়েছে একটি বক্সের কথা। সেই ভিডিওটি শেয়ার করে সমাজিক মাধ্যমে জয়া লিখেছেন, ‘একটা বাক্সকে ঘিরে হাজারটা প্রশ্ন! উত্তর কেবল এক জনের কাছে। কে এই রুনা লায়লা? প্রশ্নের উত্তর মিলবে ২৮ই মার্চ।’

এদিকে জিম্মি-তে অভিনয় প্রসঙ্গে জয়া বললেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’

একই প্ল্যাটফর্মে ‘মহানগর’, ‘সাবরিনা’র পর অসাধারণ নির্মাণের কারিশমা দেখিয়ে দর্শকদের জিম্মি করতে আবার আসছেন আশফাক নিপুণ। নতুন সিরিজটি নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। নিপুণ বলেন, ‘আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট