নিজস্ব প্রতিবেদক:ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে সোহেল জোতি চাকমা (৪০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বুধবার (২৪ মে) বিকেল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পানধোয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল জোতি চাকমা খাগড়াছড়ি জেলার দিঘানালা থানার ৩৩নং নুনছড়ি ভিপি পাড়া এলাকার চন্দাক লাল চাকমা ও বিজয় লক্ষী চাকমার ছেলে। তিনি আশুলিয়া থানাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় প্রফেসরস টাওয়ারে বসবাস করে দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল জোতি চাকমা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, উক্ত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থলসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।